Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়কে মিডল্যান্ড ব্যাংকের ২৫ লাখ টাকা অনুদান

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় অবস্থিত কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি আবু জাহের-এর নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লি.-এর সম্মানিত চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এ কে এম বদিউল আলম। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় অবস্থিত, যা ১৯৮৮ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। ডাবল শিফটে পরিচালিত উচ্চ বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১১৪৯ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণের করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবৃন্দের নিয়মিত পাঠদানের জন্য একটি দুই তলা ভবন নির্মাণের লক্ষে ব্যাংক, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকাÐে তার সম্পৃক্ততার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) ২০১৬-এর আওতায় এই আর্থিক অনুদান প্রদান করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এবং কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়কে মিডল্যান্ড ব্যাংকের ২৫ লাখ টাকা অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ