Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ উন্নয়নে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর থানায় অবস্থিত বাবুটিপাড়া গ্রামের চাঁদতারা জামে মসজিদকে পবিত্র আল-কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় মসজিদটির উন্নয়ন কার্যক্রমের জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গত মঙ্গলবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে মসজিদটির পরিচালনা কমিটির সদস্য মো. ফিরোজ আহমেদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির। চাঁদতারা জামে মসজিদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুটিপাড়া গ্রামে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ, যা ২০০০ সালে নির্মাণ করা হয়। মসজিদটিতে উক্ত এলাকার প্রায় ২৫০ জন ছেলেমেয়ে পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ উন্নয়নে মিডল্যান্ড ব্যাংকের অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ