প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘বাবা জানো অমাদের একটা ময়না পাখি আছে না। সে আজ আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কি তাহলে ভুল শুনেছি? কেমন লাগে বলো তো বাবা?’-এই সংলাপটি বলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন শিশুশিল্পী দীঘি। এরপর সিনেমাতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সেই ছোট দীঘি আজ মাধ্যমিকের গন্ডি পার করলেন।
এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে এই অভিনেত্রী উত্তীর্ণ হয়েছেন। দীঘি ‘এ-মাইনাস’ পেয়ে মাধ্যমিকের গন্ডি পার করেছেন বলে ইনকিলাবকে নিশ্চিত করেছেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া। দীঘি পরীক্ষা দিয়েছিলেন স্ট্যামফোর্ড স্কুল এন্ড কলেজ থেকে। তবে এমন ফলে আশা পূরণ হয়নি ছোট এই অভিনয় শিল্পীর।
কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘বাবা আমার বাবা’, ‘১ টাকার বউ’ ও ‘অবুঝ শিশু’র মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন।
অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের সম্ভবনাময়ী আরেক নায়িকা যিনি শিশু শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছেন দর্শক মহলে। তিনি পূজা চেরী। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই বড় পর্দায় থিতু হয়েছেন তিনি। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রীও। ঢাকা বোর্ডের অধীনে রাজধানীর মগবাজারের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন পূজা।
আজ সোমবার (০৬ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৩৩ পেয়ে ‘এ গ্রেড’ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এমন ফলাফলে উচ্ছ্বসিত প্রকাশ করেছেন দুই বাংলার এ অভিনেত্রী।
আনন্দ ভরা কণ্ঠে পূজা চেরী ইনকিলাবকে বলেন, ‘এই সফলতা অর্জনের পেছনে সারাক্ষণ যাদের বিচরণ তারা হলেন আমার বাবা-মা। তাদের জন্যই আজ এটা সম্ভব হয়েছে। তাদের সাপোর্ট ছাড়া এটা আমার জন্য সত্যিই কোনো ভাবেই সম্ভব ছিল না। তাদেরকে কৃতঙ্গতা জানানোর ভাষা আমার নেই। আরও একটি বিষয় না বললেই নয়, পরীক্ষার আগে বেশ চাপ নিতে হয়েছে। কারণ তখন আমার দুইটি ছবির শুটিংয়ের পরিকল্পনা চলছিল। একদিকে পরীক্ষার প্রত্তুতি অন্যদিকে শুটিংয়ের প্রস্তুতি। এটা সত্যিই আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ ছিল। তবে ফল প্রকাশ্যের পর অনেক আনন্দ হচ্ছে। বাবা-মা আমার এ ফলে বেশ খুশি হয়েছেন। তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি এটা আমার জন্য যে কতো বড় একটা পাওয়া সেটা সত্যিই বলে বোঝানোর যাবে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতের প্রতিটি চ্যালেঞ্জেও আরও ভালো করতে পারি।’
পূজা চেরী আরও বলেন, ‘এখন ভালো একটা কলেজে ভর্তি হতে চাই। পড়া লেখা শেষ করতে চাই। সেই সঙ্গে অভিনয়ও চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।’
নূর জাহান’ সিনেমার মধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আগমন ঘটে পূজার। এরপর ‘পোড়ামন ২’ ও ‘দহন’র মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। বর্তমানে ‘শন’ সিনেমার কাজে ব্যষ্ত এই নায়িকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।