বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০১৯ সালর এসএসসিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডর পাশের হার ৯০ দশমিক ৮৮।
খুলনা জেলা বোর্ডের মধ্যে হয়েছে শীর্ষ। এ জেলায় পাসর হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। এই জলা থক ৫৫টি কেদ্র ৩শ’ ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান থক ২৭হাজার ৩শ’ ৮২জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ২৫হাজার ৬শ’ ৭১ জন।
দ্বিতীয় অবস্হান রয়েছে সাতক্ষীরা জলা। এই জেলা থেকে ২৪টি কেদ্র ২শ’ ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০হাজারর ৬শ’ ৫জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ১৯হাজার ১শ’ ৫৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৪ শতাংশ।
তৃতীয় অবস্হান আছে বাগেরহাট জেলা। এই জেলা থেকে ২৫টি কেদ্র ২শ’ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫হাজার ৫শ’ ২৭জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ১৪হাজার ৩শ’ ২৫ জন। পাসর হার ৯২দশমিক ৯৪ শতাংশ।
চতুর্থ অবস্হান মাগুরা জেলা। এই জেলা থক ১৬টি কেদ্র ১শ’ ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১হাজার ৭শ’ ৩৪জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ১০হাজার ৭শ’ ২৮ জন। পাসের হার ৯১ দশমিক ৯৮ শতাংশ।
পঞ্চম অবস্হান যশোর জেলা। এই জেলা থক ৪৮টি কেদ্র ৪শ’ ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০হাজার ৮শ’ ৬৪জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ২৭হাজার ৭শ’ ৬১ জন। পাসর হার ৯০ দশমিক ৫৫ শতাংশ।
ষষ্ঠ অবস্হান মহরপুর জেলা। এই জেলা থক ১২টি কদ্র ১শ’ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮হাজার ৫শ’ ৭৫জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছ ৭হাজার ৬শ’ ৯৪ জন। পাসের হার ৯০দশমিক ২৭ শতাংশ।
সপ্তম অবস্হান চুয়াডাঙ্গা জেলা। এই জেলা থেকে ১৭টি কেদ্র ১শ’ ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১হাজার ৭শ’ ১৬জন পরীক্ষার্থীর মধ্য পাশ করছ ১০হাজার ৪শ’ ৫০ জন। পাসের হার ৮৯ দশমিক ৬৮ শতাংশ।
অস্টম অবস্হান ঝিনাইদহ জেলা। এই জেলা থক ৩৬টি কেদ্র ২শ’ ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২হাজার ৫শ’ ২৬জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ২০হাজার ৯ জন। পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।
নবম অবস্হান কুষ্টিয়া জেলা। এই জেলা থেকে ২৯টি কদ্র ২শ’ ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫হাজার ২শ’ ৯৫জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ২২হাজার ৮৬ জন। পাসের হার ৮৭দশমিক ৯৮ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।