Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ২:৫৭ পিএম

ময়মনসিংহের ফুলপুরে আজ সোমবার প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী। এর মাঝে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭জন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, বওলা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বিলাসাটি তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, গ্রামাউস মডেল একাডেমি থেকে ১ জন ও হাটপাগলা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান। ফুলপুর উপজেলায় এবার এসএসসি পরিক্ষায় মোট ২৫৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২০৭৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.১৭%।

ফুলপুর উপজেলায় দাখিল পরীক্ষায় ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৮১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭২৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৮.৯৫%।



 

Show all comments
  • Imtiaz Ahmed Shakil ১ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৫ পিএম says : 0
    আরোও অনেক ভালো ফলাফল হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি

২০ ফেব্রুয়ারি, ২০২৩
৩০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ