বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন’র কারণে বেনাপোল বন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবোঝাই ট্রাক। বিশেষ করে পচনশীল পণ্য সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিজ ও শিল্প কলকারখানার কাচা মাল আটকে আছে।
ভারতের পেট্রাপোল স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,পশ্চিমবংগের বিভিন্ন কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশে আজ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সাথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এপথে বাণিজ্য স্বাভাবিক হবে।
তিনি আরো জানান, নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রফতানি বন্ধের পাশাপাশি সীমাšেতর অবৈধ পথে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য সীমাšতরক্ষী বাহিনী বিএসএফ নিরাপত্তা জোরদার করেছে। বৈধ পথে যেন পাসপোর্ট যোগে কোনো দ্বৈত নাগরিক ভোট প্রয়োগের জন্য প্রবেশ করতে না পারে সেদিকেও সতর্ক রয়েছে ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ।
বেনাপোল স্থল বন্দর উপ পরিচালক মামুনুর রহমান জানান, ভারতের পশ্চিমবংগ রাজ্যে বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচন’র কারনে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠা নামা সহ পন্য খালাশ অব্যাহত আছে।
মঙ্গলবার সকাল থেকে দুই দেশের মধ্যে সব ধরনের পন্য আমদানি-রফতানি যথানিয়মে চলবে । তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল রয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আবুল বাশার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।