Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে মা মাছ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ৮:৩৯ পিএম

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ‘নমুনা ডিম’ ছেড়েছে মা মাছ। নমুনা ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন হালদা নদীর ডিম সংগ্রহকারীরা। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শনিবার রাতে নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকাসহ বেশ কিছু পয়েন্টে নমুনা ডিম জেলেদের জালে ধরা পড়ে। এদিকে হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছাড়ায় স্থানীয় ডিম সংগগ্রহকারীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তারা নৌকা, জালসহ ডিম সংগ্রহের অন্যান্য সরঞ্জাম নিয়ে হালদা পাড়ে প্রস্তুত আছেন কার্প জাতীয় মা মাছের ডিম সংগ্রহের আশায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হালদা নদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ