Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

 ছোট পরিসরে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ প্রধানদের বরাত দিয়ে জানানো হয়েছে যে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের হোদো উপদ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। গত মাসে পিয়ংইয়ংয়ের এক বিবৃতিতে এই পরীক্ষামূলক উৎক্ষেপণে ব্যবহার হওয়া অস্ত্রকে নতুন কৌশলগত নির্দেশিত অস্ত্র হিসেবে আখ্যা দেয়া হয়। ভিয়েতনামে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের হোদো উপদ্বীপের ওনসান শহর থেকে উত্তর-পূর্ব দিকে একাধিক ছোট পরিসরের মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ প্রধানরা একটি বিবৃতি প্রকাশ করেন। তারা জানায়, মিসাইলটি ৭০ থেকে ২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এর আগেও বড় পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ক্রুজ মিসাইল উৎক্ষেপণের জন্য হোদো উপদ্বীপকে ব্যবহার করা হয়েছে। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএনএর ভাষ্য অনুযায়ী, গত মাসে অনুষ্ঠিত এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কিম জং উন নিজে তদারকি করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিবিধ পদ্ধতিতে মিসাইল ছোড়ার বিষয়টি যাচাই করা হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই অস্ত্রটি ভূ-পৃষ্ঠ, সাগর এবং আকাশ তিন মাধ্যম থেকেই উৎক্ষেপণ করা সম্ভব। এই অস্ত্রটি মিসাইল ছিল কিনা তা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। তবে অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন যে এটি একটি ছোট পরিসরের অস্ত্র ছিল। গত বছর কিম বলেছিলেন, তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে না এবং আন্ত:মহাদেশীয় ব্যলিস্টিক মিসাইল উৎক্ষেপণ বন্ধ করবে। তবে এই প্রতিশ্রুতি সত্তেও উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম চলছে বলেই ধারণা করা হচ্ছে। গত মাসেও স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক অস্ত্র তৈরির জায়গায় কাজ চলার আভাস পাওয়া গেছে। উত্তর কোরিয়া দাবি করে, তারা এত ক্ষুদ্র নিউক্লিয়ার বোমা তৈরি করেছে যা দীর্ঘ পরিসরের মিসাইল বা ব্যালিস্টিক মিসাইলে করে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। খবরে বলা হয়, উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্বল্পপাল্লার এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়া। এই পরীক্ষার খবর সত্যি হলে ২০১৭ সালের নভেম্বরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এটাই হবে উত্তর কোরিয়ার কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে দূর পাল্লা বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিশ্রুতি ভঙ্গ হবে না। ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ক্রমেই অধৈর্য্য হয়ে ওঠে পিয়ংইয়ং। কিম বাজে চুক্তির প্রস্তাব দিয়েছে বলে অভিহিত করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • ash ৫ মে, ২০১৯, ৬:২৪ এএম says : 0
    AMI TO BOLBO SHABBASH W-KOREA !! THEY HAVE GUTTTS !! CHOTTO AKTA DIP RASHTRO KINTU USA R KASE MATHA NOTO KORENAI KONO DIN, BORONCHO ODER MEDHABI DIE USA KI KAPIE DISE !!KINTU KONO MUSLIM DESH KISU E KORTE PARE NAI, KARON MUSLIM LEADER DER ASE KHALI BIG MOUTH !! NOTHING ELS
    Total Reply(0) Reply
  • তুষার ৫ মে, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
    এই হলো উত্তর কোরিয়া
    Total Reply(0) Reply
  • মোজাম্মেল হক ৫ মে, ২০১৯, ১১:০৫ এএম says : 0
    উত্তর কোরিয়ার সাহস আছে- এটা মানতেই হবে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ জামাল উদ্দীন ১৬ জুন, ২০১৯, ৫:২৯ পিএম says : 0
    অধম্য মনোবল থাকলে কারো সামনে মাথা নুয়াতে চাইনা মানুষ।এটা তার প্রমাণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ