মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন দশটি সিরকার (জিরকন) হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎপক্ষেণ করেছে রাশিয়া। একটি ফ্রিগেট ও দুটি সাবমেরিন থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নর্দান ফ্লিটকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন প্রজন্মের এই অস্ত্র ব্যবস্থার প্রশংসা করেছেন। তিনি এটিকে রাশিয়ার প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। পুতিন বলেছেন, রাশিয়ার জীবনে এটি বড় ঘটনা। রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্র কতটুকু অগ্রসর তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু পশ্চিমা বিশেষজ্ঞ। তারা স্বীকার করেছেন, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের গতি, উচ্চতায় ওঠার ক্ষমতা ও চালচলনের কারণে এগুলোকে শনাক্ত ও বাধা দেওয়া কঠিন। খবরে বলা হয়, রাশিয়া সমুদ্র থেকে ১২টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং দু’টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সাথে রাশিয়ার সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির জিক্রন শ্রেণীর এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের উদ্ধৃতি দিয়ে দেশটির ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, অ্যাডমিরাল গোরশ্কভ ফ্রিগেট থেকে শুক্রবার ১০টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এছাড়া, ইয়াসেন শ্রেণীর একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে আরো দু’টি জিক্রন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে গত সপ্তাহে রাশিয়া ভ‚মি থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। বিগত বছরগুলোতে রাশিয়া নতুন প্রজন্মের বেশ কিছু সমরাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে যেসব অস্ত্র যুক্তরাষ্ট্রের সাথে সমান তালে প্রতিযোগিতায় লিপ্ত হতে সক্ষম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতির উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে প্রথম এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের খবর দেন। তিনি বলেন, ১ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভ‚মি বা সাগরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। এছাড়া, এটি চলতি পথে গতি কমাতে-বাড়াতে বা গতিপথ সাময়িক পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত বা ধ্বংস করা অনেকাংশে অসম্ভব। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে মস্কো দূর করতে বাধ্য হতে পারে। গত মাসের প্রথমদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে ল্যাভরভ একথা বললেন। শুক্রবার তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পশ্চিমা দেশগুলোর আগ্রাসী মনোভাব এবং নিষেধাজ্ঞার হুমকির মুখে কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। একইসঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে আমরা নস্যাৎ করতে পারি।” রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া যে নিরাপত্তা বিষয়ক প্রস্তাবনা দিয়েছে সে বিষয়ে আমেরিকার উচিত যৌক্তিক সময়ের মধ্যে তার গঠনমূলক জবাব দেয়া। ইউক্রেন ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং ইউরোপের উত্তেজনা কমানোর জন্য ক্রেমলিন আমেরিকার কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছে। তবে এ ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে এখনো কোনো দেয়া হয়নি। এর আগে হোয়াইট হাউজ বলেছিল যে, তারা তাদের নিজেদের উদ্বেগের কথা তুলে ধরবে কিন্তু এখনো পর্যন্ত কোন কিছু জানায়নি। গতমাসে পুতিনের সঙ্গে আলোচনার সময় বাইডেন হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালায় তাহলে ওয়াশিংটন ও তার মিত্ররা চ‚ড়ান্তভাবে জবাব দেবে।রয়টার্স, আরটি, তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।