Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৩:১৩ পিএম

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানের লক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে ১৬০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে মোল্লার হাট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। জামালুর রশিদ হুমায়ুন মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক জয়েন্ট চীফ মোঃ মুজিবুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান নূর মোহাম্মদ মোল্লা, অধ্যাপক কুতুবউদ্দিন আইবেক, প্রধান শিক্ষক ফজলুর রহমান মোল্লা, আলাউদ্দিন খান, মিজানুর রহমান, এ্যাডভোকেট খলিলুর রহমান, সাঈদ মাসুদ রানা সহ সংগঠনের নের্তৃবৃন্দ। কার্যক্রমের সার্বিক পরিচিালনা করেন কোষাধ্যক্ষ মোঃ জিয়াবুল আলম।
সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ