Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালিতে ফণী পরবর্তী প্রেস ব্রিফিং

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ৩:১০ পিএম

ঘূর্ণিঝড় ফনির প্রভাব পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে গাছের ডাল পরে একজন নিহত হয়েছে। জেলার ৮টি উপজেলায় ৬ হাজার ১৮ একর জমির ফসল নষ্ট,১১ জন আহত,২ হাজার ৯২টি কাঁচা ঘরবাড়ি আশিংক ক্ষতিগ্রস্ত,১৪৫টি গবাদীপশু নিখোঁজ ও ১০ কিলোমিটার বেড়ীবাঁধ ক্ষাতিগ্রস্থ এবং ৫০টি মাছের ঘেরের মাছ ভেসে গেছে। আজ দুপুরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধূরী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফনি পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে। পটুয়াখালীতে এখন স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিন্ম এলাকায় ক্ষেতের ফসল তলিয়ে গেছে। বেরীবাধ দিয়ে পানি ঢুকে জেলার মির্জাগঞ্জ ও রাঙ্গাবালী,ও কলাপাড়ায় ২৩টি গ্রাম প্লবিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ফণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ