বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুপার সাইক্লোন ‘ফণী’ শুক্রবার সকাল থেকে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার মধ্যেই ভুবেনশ্বরের একটি সরকারী হাসপাতালে জন্ম নিল এক কন্যা শিশু। শুক্রবার সকাল ১১টা ৩ মিনিটে জন্ম নেয়া ঐ শিশুটিরও নাম রাখা হয়েছে ‘ফণী’। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চিকিৎসকরা ঝড়-দুর্যোগের আগেই হাসপাতালে আসা প্রসূতির যথাযথ চিকিৎসা দিয়েছেন। নবজাতক ফনি ও তার মা সুস্থ আছেন। ফণীর মা ভুবেনশ্বরের অদুরে একটি রেল কোচ করখানার কর্মী। ফনির নিরাপদ জন্মে মা-এর সাথে খুশি হাসপাতালটির চিকিৎসক, সেবিকা সহ সর্বস্তরের কর্মীরাও।
২০০৭-এর ১৫নভেম্বর রাতে বাংলাদেশের দক্ষিন উপকূলে আছড়ে পড়া সুপার সাইক্লোন ‘সিডর’এর তান্ডবের মধ্যেই শরনখোলা’র একটি সরকারী স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নেয়া এক কণ্যা শিশুরও নাম রাখা হয় ‘সিডর’।
সুপার সাইক্লোন ফণি উরিশ্যা উপক’লে হামলে পড়ার আগেই বৃহস্পতিবার রাত পর্যন্ত মারাত্মক ঝুকিপূর্ণ এলাকা থেকে প্রায় ১১লাখ মানুষকে নিরাপদে সরিয়ে অনার কথা বলেছে সেখানের প্রশাসন। যার মধ্যে ৫৪২ অন্তসত্বা মহিলাও রয়েছেন। যাদের সবাই সুস্থ্য আছেন বলে ভারতীয় গনমাধ্যমের খবর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।