বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে ধমকা হাওয়া সহ প্রায় ঘন্টাখানেক মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এরপর ভোর রাত থেকে উপজেলার উপর দিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ধমকা হাওয়া বয়ে যাচ্ছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে জোয়ারের পানি বেড়েই চলছে। তবে এখন পর্যন্ত কোন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। উপজেলা থেকে সমস্ত প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। অব্যাহত ধমকা হাওয়ায় উত্তাল রয়েছে সন্ধ্যা নদী। এজন্য গত শুক্রবার বিকাল থেকে শনিবার এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্দেরহাট টু স্বরূপকাঠির সাথে খেয়া পারাপার। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্প ব্যবস্থা সহ গঠন করা হয়েছে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। গত বৃহস্পতিবার থেকে এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের। উপজেলার ১০টি ইউনিয়নে ২৭টি আশ্রয়ণ প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়ণগুলোতে শুকনো খাবার সহ ব্যবস্থা নেয়া হয়েছে জোড়দার নিরাপত্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।