বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাতভর আতংকে কাটিয়েছে দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর জনগণ। বঙ্গোপসাগরের নিকটবর্তী কুয়াকাটা সহ উপকূলবর্তী নদী গুলিতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট উচ্চতার ঢেউ অব্যাহত রয়েছে।এ ছাড়াও গতমধ্যরাত থেকে বয়ে যাওয়া ঝড়ো দমকা হাওয়া অব্যাহত রয়েছে, ,ভোররাতের পরে কোন বৃষ্টিপাত হয়নি ,আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় বিরাজ করছে।
পটুয়াখালীর কুয়াকাটা টুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম জানান,এই রিপোর্ট লেখা পর্যন্ত কুয়াকাটা সাগর উত্তাল রয়েছে,প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে।সাগরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ২- ৩ ফুট বৃদ্ধি পেয়ে কিনারে আছড়ে পড়ছে।
এ দিকে পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে প্রায় ৮৩ মি: মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৬৩ কিলোমিটার পার আওয়ার।গতরাত তিনটায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৬৭ কিলোমিটার রেকর্ড করা হয় বলে জানা গেছে।
এ দিকে পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন গতকাল মধ্যরাত পর্যন্ত ৩৯১ টি সাইক্লোন সেল্টার সহ আশ্রয় কেন্দ্র গুলিতে ১ লাখ ৪৫ হাজার ৫০০ জন আশ্রয় গ্রহণ করেছে,এ ছাড়া ও জেলার সাড়ে তিনলাখ সাগর ,ও নদীতে জীবিকা নির্বাহীকারী জেলেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।