Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস ও ট্রেনে ভিড় : যাত্রীশূন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:৩৩ এএম

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সদরঘাটসহ সারাদেশের নদী বন্দরগুলো। সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ফাঁকা হয়ে গেছে দেশের প্রধান নদী বন্দর এলাকা সদরঘাট। তালা দিয়ে রাখা হয়েছে পন্টুন, নেই লঞ্চের জন্য ভিড় করা যাত্রীরাও।
গতকাল শুক্রবার সকালে সদরঘাট নৌ-বন্দর ছিল একদম ফাঁকা। কোনো লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়নি এবং আসেনি। বিআইডবিøউটিএ-এর কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দুপুর থেকে এই অবস্থা চলছে।
এদিকে লঞ্চে যেতে না পেরে সড়ক ও রেলপথে ভিড় করছেন যাত্রীরা। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় দেখা গেছে। কমলাপুর স্টেশনেও ছিল যাত্রীদের ভিড়। স্টেশনের একজন কর্মকর্তা জানান, দুদিন ধরে নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনে ভিড় আগের তুলনায় বেড়েছে। ঘূর্ণিঝড় ফণীর সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডবিøউটিএ। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে না। এমনকি নৌরুটগুলোতে কোনো নৌযান চলবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ