Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যায় ফণীর আঘাত, সারাদেশে থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ৩:০২ পিএম
বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে। শুক্রবার সকালে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে পরিচালক শামসুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
 
তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এটি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় পুরো বাংলাদেশই ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে, এই সময়টা ক্রিটিক্যাল। উচ্চগতির বাতাস এবং দমকা ও ঝড়ো হাওয়ার সময় সবাইকে নিরাপদে থাকতে হবে।
 
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরো বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে সারারাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার থাকতে পারে।
 
ঘূর্ণিঝড় ফণী উপকূল অতিক্রম করার সময় বাংলাদেশের উপকূলীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও জানান শামসুদ্দিন আহমেদ।
 
প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এরই মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। ২০০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড হয়েছে উড়িষ্যা। তারই প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হয়েছে।
 
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার বনানী, ক্যান্টনমেন্ট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ফণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ