Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরের আগেই কোচিংয়ে নাফীস-রাজ্জাকরা!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৩৬ এএম

একসময় তারা খেলেছেন জাতীয় দলে, অনেকে এখনো ঘরোয়া ক্রিকেটে দাপটের সাথে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ আবার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাদের সাথে অনেকে যাদের আবার লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর সৌভাগ্য হয়নি। সবাই এবার মিললেন এসে এক ছাতার নিচে।

যে ছাতার নিচে সবাই এসেছেন তার শিরোনাম হতে পারে- ‘কোচ হওয়ার ইচ্ছা’। শাহরিয়ার নাফীস, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা কোচিং ক্যারিয়ারকে অগ্রসর করার লক্ষ্যে লেভেল ওয়ান কোচিং কোর্স করবেন, যা বৃহস্পতিবার (২ মে) থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে।

জাতীয় ক্রিকেট একাডেমিতে কোর্সের তত্ত¡াবধান করবে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি। মোট ২৭ জন ক্রিকেটার এই কোর্স করবেন, যাদের ১৬ জনই জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার এবং ৭ জন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।
লেভেল ওয়ান বা লেভেল ১ কোর্স অন্যান্য দেশের ক্রিকেটাররা খেলোয়াড়ি জীবনেই করে ফেলেন, যদিও এমন প্রচলন ছিল না বাংলাদেশে। আশরাফুল-রাজ্জাকদের হাত ধরেই হচ্ছে এর প্রচলন।
লেভেল ১ কোর্সে অংশগ্রহণকারী যারা- ডলার মাহমুদ, মাহবুবুল আলম রবিন, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ শরীফ, ইলিয়াস সানি, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সজল চৌধুরী, সাজিদ হাসান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম শিবলু, মোহাম্মদ আশরাফুল, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, মুরাদ খান, রেজাউল ইসলাম রাজন, মোহাম্মদ হুমায়ূন কবির, আবুল বাশার, তারিক আহমেদ রুবেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ আসাদুল হাবিব সুজন, মিনহাজ আবেদিন শফিল, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সুমি, মোহাম্মদ হুমায়ূন কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাফীস-রাজ্জাকরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ