Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিণাকুণ্ডুতে পান চাষিকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৮:১৭ পিএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামে নুর ইসলাম বুড়ো (৪০) নামে এক পান চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতপুর ইউনিয়নের বেলের দাড়ীর মাঠের জনৈক জালালের পান বরজ থেকে নূর ইসলাম বুড়োর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর ইসলাম দখলপুর গ্রামের আকবর আলীর ছেলে। পান চাষের পাশাপাশি তার চায়ের দোকান ছিল। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে নিহত নূর ইসলাম বাড়ী থেকে বের হয়। দুপুরে তার সাথে পরিবারের লোকজনের মোবাইল ফোনে কথা হয়। সন্ধ্যার পরে তার কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে নিহতের পান বরজের পাশেই তার গলাকাটা লাশ খুজে পায় স্বজনরা। পান চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান জানান, নিহত ব্যক্তি উপজেলার দখলপুর বাজারে চা দোকানী হিসাবে ব্যবসা করত। বৃহস্পতিবার সন্ধায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দূর্বৃত্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা কেটে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ