Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা প্রশাসন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৮:০৩ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা জেলা প্রশাসন।

বৃহস্পৃপতিবার সকাল দুপুরে পৃথক প্রৃথক বিশেষ সভা করে জেলা প্রশাসক ও ভোলা রেড ক্রিসেন্ট ইউনিট। জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে ৭ টি কন্ট্রল রুম, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৮৩ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের দক্ষ ৫ শতাধিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়ারও দুযোর্গ মূহূর্তে শুকনো খাবার পরিবেশনের জন্য চিরা ও গুড় বিতরণের জন্য দোকান ঠিক করে রাখা হয়েছে বলে জানান ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।
ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভোলার জেলা প্রশাসন। এরইমধ্যে জেলার সঙ্গে দূরবর্তী চরগুলোর সংযোগকারী নৌপথে সব ধরনের অনিরাপদ লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্গম এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রসহ নিরাপদে স্থানে থাকতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক জানায়, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রস্তুত রাখা হয়েছে। উপুকূলীয় এলাকায় ৭ নং হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপথ স্থানে থেকে চলাচল করতে বলা হয়েছে। জেলার ৫৫৭ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার সরবরাহের জন্য সেচ্ছাসেবকদের তৈরি রাখা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাঠ পর্যায়ে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ফণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ