Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণখোলায় ৮৫ সাইক্লোন শেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রস্তুত

পক আতংক, খোলা হয়েছে ২টি কন্ট্রোল রুম, সকল ছুটি বাতিল

শরণখোলা উপজেলা সংবাদদাতা ব্যা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৭:১২ পিএম

ভয়ংকর ঘূর্ণিঝড় ফনি প্রভাবে ৭নং বিপদ সংকেত জারি করায় সিডর বিদ্ধস্ত শরণখোলার মানুষের মাঝে ব্যাপক আতংক দেখা দিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উপজেলার ৮৫ সাইক্লোন শেল্টার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন সমহূ। উপজেলা প্রশাসন ও সিসিপি’র পক্ষ থেকে খোলা হয়েছে পৃথক দু’টি কন্ট্রোল রুম। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পুলিশ, সিপিপি’র পক্ষ থেকে মাইকিং করে দূরবর্তী মানুষ ও প্রতিবন্দী, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সকল এনজিও, ইউনিয়ন পরিষদ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে ফনি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আপদকালীন খাবারে জন্য শুকনো খাবার (চিড়া, গুড়, মোমবাতি ও দিয়াশলাই) মজুদ রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় ফণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ