বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ দুপুরে পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে ঘূর্নিঝড় ফনি মোকাবেলায় এক জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাবাহিনী,কোস্টগার্ড সহ বিভিন্ন সরকারী, বেসরকারী ,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ এনজিও প্রতিনিধিগন অংশগ্রহন করেন।সভায় জেলা প্রশাসক জানান,ঘূর্নিঝড় ফনি মোকবেলায় ইতোমধ্যে জেলার ৩৯১ টি সাইক্লোন সেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে,পরবর্তী নির্দেশ দেয়া হলে লোকজনকে সাইক্লোনসেল্টারে নিয়ে আসার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জেলার রেডক্রিসেন্টের সেচ্ছাসেবী সিপিপির জেলার ৫টি উপজেলায় ৬৫২৫ জন সদস্য প্রস্তুত রয়েছে,এবং ইতোমধ্যে তারা স্ব স্ব এলাকায় সর্তকতা মূলক মাইকিং শুরু করেছেন । ১১ টি মেডিক্যাল টিম গঠন সহ ১লাখ ২০ হাজার ও আর স্যালাইন এবং পর্যাপ্ত পরিমান কলেরা স্যালাইন প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া জেলায় দূর্যোগ মোকাবেলার জন্য নগদ ১০ লাখ টাকা,৩৮৭ মে:টন চাল ২৫০০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে।সভায় সেনাবাহিনী ওকোস্টগার্ডের পক্ষ থেকে জেলার ৮ টি উপজেলাকে ৪টি ভাগে ভাগ করে পৃথক পৃথক ৪টি টিম গঠন করা হয়েছে বলে জানানো হয়।
সভায় পুলিশ সুপার মইনুল হাসান জানান,ইতোমধ্যে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সীবীচ থেকে সকল পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।