বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড়টির আঘাত শুক্রবার : সরাসরি বাংলাদেশে আঘাত করলে ক্ষয়ক্ষতি হতে পারে মারাত্মক : উপকূলের সর্বত্র প্রস্তুতি-সতর্কতা : চট্টগ্রাম সমুদ্রবন্দর কার্যক্রম অচল
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফণির শক্তি ও গতি আরো বাড়ছে। ঘূর্ণিঝড়টি আঘাত করতে পারে আগামীকাল শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে। ফণি যদি ভারতের উডিশায় না গিয়ে বাঁক ঘুরে সরাসরি বাংলাদেশের সমুদ্র উপকূলে ধেয়ে এসে আঘাত করে তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা হতে পারে মারাত্মক ধরনের।
এদিকে মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সঙ্কেত ঘোষণার পর থেকেই দেশের উপকূলের সর্বত্র প্রস্তুতি-সতর্কতা অব্যাহত রয়েছে। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। জেটি-বার্থ থেকে জাহাজবহর সরিয়ে নেয়া হয়েছে বহিঃসমুদ্রে নিরাপদ স্থানে। উপকূলীয় জেলা-উপজেলাগুলোতে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় সভা হচ্ছে।
ঘূর্ণিঝড় ফণি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে না গিয়ে সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কার কথা জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আজ দুপুরের আবহাওয়া পূর্বাভাস গতিপ্রকৃতি অনুযায়ী ফণির গতি বেড়ে এটি আরও শক্তিশালী হয়েছে। শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ ফণি সরাসরি কিংবা ভারত হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।
সামছুদ্দিন আহমদ বলেন, ঘূর্ণিঝড়টি যদি সরাসরি বাংলাদেশে আঘাত হানে তবে তা রূপ নেবে সুপার সাইক্লোনে। আমরা বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেখেছি ফণি ধীরে ধীরে এগিয়ে আসছে। কিন্তু দুপুরের পূর্বাভাসে দেখা যায় ফণি বেশ শক্তিশালী হয়ে গেছে। এখন তার গতি বেড়েছে।
আগের পূর্বাভাসে বলা হয়েছিল ফণি ৪ মে’র পর আঘাত হানতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে তার আগেই আগামীকাল শুক্রবার বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এটি সরাসরি কিংবা ভারত হয়ে বাংলাদেশে আঘাত হানবে। তবে যদি এটি বাংলাদেশে সরাসরি আঘাত হানে তাহলে সুপার সাইক্লোনের মত রূপ নিতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ থেকে ২শ’ কিলোমিটার পর্যন্ত হতে পারে। যা বর্তমানে ঘন্টায় ১৬০ থেকে ১৮০ গতিবেগে চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।