Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মে দিবসে রেস্টুরেন্ট বন্ধ, বিপাকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৬:০৭ পিএম

মহান মে দিবসে বন্ধ সিলেটের সকল ছোট-বড় রেস্টুরেন্ট। জিন্দাবাজারের ব্যস্ততম পাঁচভাই, পানসী, ভোজনবাড়ি, পালকি, সাম্পান, প্রীতিরাজ রেস্টুরেন্টও খুলেনি আজ্য। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন থেকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা। বুধবার (১লা মে) সকাল থেকে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় অনেকেই রেস্টুরেন্ট বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ পাশের সুপার শপ থেকে খাবার কিনে বাইরে বসে খাচ্ছেন। এদের সাথে কথা বলে দেখা গেছে তাদের বেশীর ভাগই পর্যটক। ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াকের সাথে কথা হলে তিনি জানান- সেমিস্টার ফাইনাল শেষ করে ভোরে সিলেটে এসেছেন। হোটেলে ব্যাগ রেখে নাস্তা করতে এসে দেখেন সব গুলো রেস্টুরেন্ট বন্ধ। এদিকে, বাংলা খাবারের সবকটি রেস্টুরেন্ট বন্ধ থাকলেও খোলা আছে বিভিন্ন হোটেলের অভ্যন্তরীণ রেস্টুরেন্ট এবং চায়নিজ, মিনি চায়নিজ রেস্টুরেন্টগুলো। কিন্তু, এগুলোতে খাবারের দাম তুলনামুলক বেশী হওয়ায় পর্যটকদের জন্য ব্যয়বহুল হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ