বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের জৈন্তাপুরের লালাখালের সারি নদীতে পাহাড়ি ঢলে বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। বুধবার ভোরে এক নৌকা ডুবিতে নিখোঁজ হন তারা। জানা গেছে, উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জবাড়ি গ্রামের ইসমাইল আলীর ছেলে আলা উদ্দিন (৩৫) ও তার ছেলে সাকিল আহমদ (১২) বুধবার ভোর ৪টার দিকে নৌকা নিয়ে সারি নদীতে কাঠ সংগ্রহ করতে যান। ওই সময় পাহাড় থেকে আকস্মিকভাবে ঢল নেমে আসায় তাদের নৌকা তলিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা সময় পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সারি বেড়িবাঁধ প্রকল্পের অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে সারি নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জৈন্তাপুর থানার ওসি খাঁন মো. মাঈনুল জাকির বলেন, বাবা ও ছেলের সন্ধানে লোক নিয়োগ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।