Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ছয় চোরকে আটক করে পুলিশে সোপর্দ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৫:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ছয় চোরকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার ধানখালীর ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এসময় তাদের কাছ থেকে ভাঙ্গারি কিছু মালামাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো রাসেল, সাইফুল, ইমন বিশ্বাস, সালাউদ্দিন বিশ্বাস, জুয়েল মোল্লা ও মিরাজ। এদের প্রত্যেকের বাড়ি ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনই তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে লোহা-লক্করসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হচ্ছিলো। এদের সাথে স্থানীয় একটি চক্রও জড়িত রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার গভীর রাতে ঐ ছয় চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। কলাপাড়া থানার ওসি তদন্ত মো. আসাদুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলাপাড়া

১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ