Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থানকারীরা পরাজিত- মাদুরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৩:৫৪ পিএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশে সামরিক বাহিনীর ছোট একটি অংশ ক্যু’ করার চেষ্টা করেছিল তবে তা পরাজিত হয়েছে। তার প্রতি আনুগত্যতার জন্য তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

গতকাল (মঙ্গলবার) টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, সামরিক বাহিনীর ছোট একটি অংশ বিরোধী নেতা হুয়ান গুয়াইডোকে সমর্থন করে। এ গ্রুপটি ভেনিজুয়েলার বৈধ সরকারকারের ওপর হামলা ও উৎখাত করতে চেয়েছিল। কিন্তু ছোট এ অংশটি পরাজিত হয়েছে। ভাষণ দেয়ার সময় মাদুরোর পাশে সামরিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মাদুরো বলেন, “সামরিক বাহিনীর হাই কমান্ডকে শান্তি রক্ষার ক্ষেত্রে সাহসিকতা দেখানোর জন্য আমি অভিনন্দন জানাতে চাই।” তিনি আরো বলেন, বিরোধী নেতা হুয়ান গুয়াইডো ও লিওপোলদো লোপেজ সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলেন যাতে বিদেশি সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। কিন্তু দেশের অনুগত সেনারা মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টার মধ্যে সে প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনিজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ