Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আশাশুনিতে ঘের কর্মচারীকে কুপিয়ে হত্যা!

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৩:০১ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ঘের দখলকে কেন্দ্র করে মোনায়েম গাইন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১ মে) বেলা ১২টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনায়েম গাইন কালিগঞ্জ উপজেলার শাইহাটি গ্রামের শাহবাজ উদ্দিন গাইনের ছেলে।
শোভনালী ইউনিয়নের মেম্বর নজরুল ইসলাম জানান, বালিয়াপুর গ্রামে তার ১৫ বিঘার একটি ঘের আছে। বেলা ১২টার দিকে শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেনের নেতৃত্বে সাবেক মেম্বর হারুনার রশিদ, নাজমুস সাকিব লিটন, আক্তার হোসেন, শাহাদত হোসেন, হাবিবুর রহমান হবি, আকবার আলীসহ ২০-২২জন দা, রাম দা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘের দখল করতে যায়। এ সময় ঘেরে অবস্থানরত কর্মচারী মোনায়েম গাইন বাধা দিলে তার মাথায় দা দিয়ে কোপ দেয় ঘের দখলকারীরা। এতে মোনায়েম গাইন মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি না নিয়ে খুলনা মেডিকেলে রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোনায়েম গাইন।
তবে, শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, ঘেরটি সাবেক মেম্বর হারুন-উর-রশিদের। গতকাল নজরুল মেম্বর তার লোকজন নিয়ে ঘেরটি দখল করে। আজ হারুন-উর-রশিদ লোকজন নিয়ে পুনরায় ঘের দখল করতে গেলে সেখানে সংঘর্ষ বাধে। এ সময় মোনায়েম গাইনের মাথায় কোপ লাগে। পরে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এদিকে, এ ঘটনায় নিহত মোনায়েম গাইনের চাচা রুহুল আমিন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, নজরুল মেম্বরের দখলে থাকা ঘের প্রতিপক্ষ দখল করতে গেলে দায়ের কোপে একজন নিহত হয়েছে। কিন্তু এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যাকান্ড

২২ এপ্রিল, ২০২২
৯ ডিসেম্বর, ২০২১
৩ ডিসেম্বর, ২০২১
১৪ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ