Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের স্কেলের আঘাতে ছাত্র আহত

প্রধান শিক্ষকের দাবী ছেলেটা দুষ্ট প্রকৃতির

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৪:৩৮ পিএম

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের স্কেলের আঘাতে আহত হয়েছে এক ছাত্র । পড়া না পারায় স্টিলের স্কেল দিয়ে আঘাত করা হয় তাকে। এতে ছাত্রটি আঙ্গুল কেটে রক্তাক্ত হয়ে পড়ে। রাহিত (৭) নামে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম নূরে আলম। তিনি স্কুলের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক। আহত রাহিত জানায়, সকালে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষক নূরে আলম স্টিলের স্কেল দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার ডান হাতের একটি আঙ্গুল কেটে রক্ত বের হয়। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক নূরে আলম বলেন, রাহিতের হাতে আগেই ব্যান্ডেজ ছিল। সে স্কুলে আসার পর আমাকে বলেছে তার ফুফু তাকে হাসপাতালে যেতে বলেছেন। পরে আমি বলেছি তুমি হাসপাতালে চলে যাও। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ছেলেটা দুষ্ট প্রকৃতির। স্যার মারে নাই। সে নিজেই ব্যাথা পাইছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ