Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে দুর্বৃত্তদের হামলায় তিন স্কুল ছাত্র আহত

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় তিন স্কুল ছাত্র আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- জামসিং এলাকার শুকুরজান জিন্নত আলী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সাগর, রাকিব ও দশম শ্রেণির ছাত্র আলামিন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিন ছাত্র জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পুর্ব শক্রুত্রা জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগে তাদের উপর অতর্কিতে হামলা করে।
এলোপাথারী পিটিয়ে তাদের আহত করে। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে দুর্বৃত্তদের হামলায় তিন স্কুল ছাত্র আহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ