Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনের শাসন না থাকায় মানুষ কোথাও নিরাপদ নয়

শ্রমিক সম্মেলনে মুফতি সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে আইনের শাসন না থাকায় মানুষ কোথাও নিরাপদ নয়। সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ মহামারি আকার রূপ নিয়েছে। সড়ক, বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কোথাও মানুুষের জান-মালের নিরাপত্তা নেই। ইসলামী শ্রমিক আন্দোলনের সকল স্তরের নেতা-কর্মীদের মানব কল্যাণে কাজ করতে হবে।
গতকাল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।
সংগঠনের নগর দক্ষিণ সহ-সভাপতি ডা. মজিবর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ শাহাদাত হুসাইন প্রধানিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুব আন্দোলনের সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী, ডা. আল আমিন এহসান, আব্দুল্লাহ বাবুল, শহিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সভাপতি, মুফতী ছিদ্দিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং হাফেজ শাহাদাত হুসাইন প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কমিটি পনর্গঠন করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দ ফয়জুল করীম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ