Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শিক্ষা তুলে দেয়ার নীলনকশা চলছে : মুফতী সৈয়দ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, জাহেলী সমাজ পরিবর্তন করে ইসলামী সমাজ গঠনের দায়িত্ব নিয়ে ওলামােেদরকে কাজ করতে হবে। ওলামায়ে কেরামের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। তিনি বলেন, তিনি বলেন, ইসলামী তাহজীব-তামাদ্দুন ধ্বংস করে বিজাতীয় সংস্কৃতি প্রসারে কাজ চলছে। সিলেবাস থেকে ইসলামী শিক্ষা কৌশলে তুলে দেয়ার নীল নকশা চলছে। এ জন্য এসএসসি ও এইচএসসিতে ইসলামী শিক্ষা বিষয়ে কোন পরীক্ষা হবে না। এটাকে ঐচ্ছিক হিসেবে রাখ হয়েছে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলাম নিয়ে এধরণের নোংরামীর কোন মানে হয় না। তিনি সিলেবাসে ইসলামী শিক্ষা বিষয়ে পরীক্ষা নিতে কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।

গতকাল মঙ্গলবার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে নগর ও থানা দায়িত্বশীল তরবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি হেমায়েতুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত তারবিয়াতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি কেফায়েতুল্লাহ কাশফ,. মুফতি মোহাম্মাদুল্লাহ আনসারী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি মূর্তজা কাসেমী, মুফতি মাহমুদ জাকীর, মুফতি আবুল কালাম আজাদ আনোয়ারী, মুফতি ওসমান আশরাফী, মুফতি আব্দুল আজিজ কাসেমী, মুফতি শাব্বির আহমদ ও মুফতি মোহাম্মদুল্লাহ নাহীদ।

মুফতী ফয়জুল করীম বলেন, কিছু করার আগে লক্ষ্য ঠিক করে নিতে হবে। লক্ষ্য ঠিক না করলে গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব হবে না। ওলামায়ে কেরামকে এদিক ওদিক ছুটোছুটি না করে লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে হবে। তবেই দেশে ইসলামী শাসন কায়েম সম্ভব হবে।

তিনি বলেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সারাদেশে একটি ¯্রােত তৈরি করছে। প্রতিনিয়ত এখানে দেশের শীর্ষ আলেমগণ যোগ দিচ্ছেন। আমাদেরকে একমাত্র মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুফতী সৈয়দ ফয়জুল করীম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ