Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসি মেয়র-রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ। গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন ইনকিলাবকে এ তথ্য জানান।
সাক্ষাতকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করেন। ঢাকা শহরকে একটি আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দু’দেশ যৌথভাবে কাজ করতে পারবে বলে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান। অন্যদিকে রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগতানভ আগামী ৪ থেকে ৭ জুলাই মস্কোতে অনুষ্ঠিতব্য মস্কো আরবান ফোরামে অংশগ্রহণের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ