মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলসহ আট স্থানে আত্মঘাতী বোমা হামলার পর সে দেশের দুই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন দুটি হলো- ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) ও জামাত-ই-মিল্লাতু ইব্রাহিম (জেএমআই)। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শনিবার তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ওই দুই সংগঠনকে নিষিদ্ধ করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। আইএসের সঙ্গে ওই দুই সংগঠেনর সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে কর্তৃপক্ষ স্বল্প পরিচিত ওই দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারেনি কারণ তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ দেখানোর আইনি বাধ্যবাধকতা ছিল। বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ হাশিম মোহাম্মদ জাহরান এনটিজে অথবা এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিতো বলে পুলিশের বিশ্বাস। অপরদিকে জামাতি মিল্লাথু ইব্রাহিম আরও কম পরিচিত দল হলেও এর সদস্যরা ওই বোমা হামলায় একটি ভূমিকা পালন করেছিল বলে বিশ্বাস করা হচ্ছে। ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে নিজেদের দাবির স্বপক্ষে গোষ্ঠীটি কোনো প্রমাণ দাখিল করেনি। গত রোববারের বোমা হামলার পর থেকে নিরাপত্তা বাহিনীগুলো ১০০ জনকে আটক করেছে। এদের মধ্যে সিরীয় ও মিশরীয়সহ বিদেশিরাও রয়েছেন। নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি তল্লাশি অভিযান চালাতে ভারত মহাসাগরের দ্বীপ দেশটি জুড়ে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আমপারা জেলার সাইন্থামারুথুর একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় গোলাগুলির সূত্রপাত হয়। এতে আত্মঘাতী ভেস্ট পরা তিন ব্যক্তি ও ছয়টি শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।