মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সিয়াটলে নির্মাণাধীন একটি ভবন থেকে ক্রেন পড়ে ৪ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে সাউথ লেক ইউনিয়ন ডিস্ট্রিক্টের নির্মাণাধীন ওই ভবন থেকে ক্রেনটির একটি অংশ পাশের সড়কে পড়লে চাপা পড়া কয়েকটি গাড়ির চূর্ণ হয়ে যায় বলে জানিয়েছে সিয়াটলের দমকল বিভাগ। নিহতদের মধ্যে ক্রেনটির দুই চালকও আছেন। বাকি দুইজন চাপা পড়া আলাদা দুই গাড়ির যাত্রী বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক তরুণ, ২৫ বছর বয়সী এক নারী ও তার চার মাস বয়সী মেয়ে আহত হয়েছে বলে জানিয়েছে সিয়াটল টাইমস। তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে ওই নারী ও তার মেয়েকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এস্টার নেলসন জানান, প্রবল বাতাসে নির্মাণাধীন ভবনের উপরে থাকা ওই ক্রেনটি ভেঙে দুই টুকরা হয়ে নিচে পড়ে যায়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।