বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট মাহফুজ উল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল)। সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক প্রফেসর ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ মেধাবী মানুষটির মৃত্যুতে জাতি একজন অকুতোভয় দিক নির্দেশককে হারাল। যিনি অসাধারণ আলোচনা ও লেখনীর মাধ্যমে আমৃত্যু সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে গেছেন। দূর্লভ তথ্যে পরিপূর্ণ তাঁর রচনা আর বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যবধি নানা ঘটনা প্রবাহের নির্মোহ বিশ্লেষণের জন্য জাতি তাঁকে চিরদিন স্মরণ করবে। এই কিংবদন্তী তুল্য মনীষার মৃৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। শিক্ষক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বিবৃতিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: প্রফেসর প্রফেসর ড. সি. এম. মোস্তফা, প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. মো. শামসুল আলম সরকার, প্রফেসর ড. ময়েজুল ইসলাম, প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, প্রফেসর ড. এ. বি. এম. শাহজাহান, প্র্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. হাবীবুর রহমান, প্রফেসর ড. এফএমএ এইচ তাকী, প্রফেসর ড. মো. বেলাল হোসেন, প্রফেসর ড. জাহাঙ্গীর কবির, প্রফেসর ড. ফজলুর রহমান, প্রফেসর ড. ফখরুল ইসলাম, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড. গোলাম সাদিক, প্রফেসর ড.দিল আরা হোসেন, প্রফেসর ড. আওরঙ্গজীব আব্দুর রাহমান, প্রফেসর ড. একরামুল হামিদ, প্রফেসর ড. আব্দুল হান্নান, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. মোহাম্মদ আলী , প্রফেসর ড. শাহনাজ পারভীন, প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এছামী, প্রফেসর ড. মো. আব্দুল আলীম, প্রফেসর ড. আমীরুল ইসলাম, মিসেস লাভলী নাহার, প্রফেসর ড. ফাহমিদা চৌধুরী, প্রফেসর ড. কুদরত-ই-জাহান প্রমূখ। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, গবেষক, কলামিস্ট মাহফুজ উল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী লেখক ফোরাম। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত একটি বিবৃতি প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।