Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শ্রীলঙ্কায় হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ নেয়া হয় ভারতে’

দ্য হিন্দু: | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

শ্রীলঙ্কায় একযোগে হামলার মূল হোতা স্থানীয় উগ্রবাদী দল ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান জাহরান হাশিমই বলে চিহ্নিত করেছেন দেশটির তদন্তকারী কর্মকর্তারা। ইস্টার সানডের হামলার মূল হোতা উগ্রবাদী এই নেতা ভারতের দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে দীর্ঘদিন বসবাস করেছিলেন বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।
লঙ্কান সেনাবাহিনীর উচ্চ পদস্থ একটি সূত্রের বরাত দিয়েগত শুক্রবার হিন্দু এই প্রতিবেদন প্রকাশ করেছে। লঙ্কার তদন্তকারী কর্মকর্তারা রোববার শক্তিশালী সমন্বিত সিরিজ বোমা হামলার পেছনে হাশিমকে প্রধান হোতা হিসেবে শনাক্ত করেছেন। ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান এই নেতার সমন্বয়ে চালানো ওই হামলায় ২৫০ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন।
হামলার দুদিন পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার এবং ধারাবাহিক আট বোমা হামলাকারীর ছবিও প্রকাশ করে। ওই আট হামলাকারীর মাঝে মুখ খোলা অবস্থায় একজনকে দেখা যায়। ধারণা করা হচ্ছে এই আইএস জঙ্গিই লঙ্কান হামলার মূল হোতা। অন্য জঙ্গিদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
তবে শ্রীলঙ্কার তদন্তকারীরা একজন নারীসহ ৯ আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, আমরা আইএসের দায়ের বিষয়টি মাথায় রেখে তদন্ত করছি। আমরা সন্দেহ করছি হামলাকারী যুবকদের কয়েকজন প্রশিক্ষণ নিয়েছে ভারতের তামিলনাড়ুতে।
তবে হাশিমের ভারত সফর নিয়ে কোন মন্তব্য করেনি নয়াদিল্লির কর্মকর্তারা। তারা ইঙ্গিত দিয়েছেন, ভারতীয় বংশোদ্ভ‚ত তরুণদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ করতেন সেই আলামত পাওয়া গেছে। হাশিমের ফেসবুকের পেজের একশর বেশি ফলোয়ারের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ভারতের এক কর্মকর্তা। হাশিমের উগ্রবাদী মতাদর্শ সম্বলিত বেশ কিছু ভিডিও রয়েছে যা তরুণদের মৌলবাদে উসকানি দেয়। তার এসব ভিডিও শেয়ার করার খোঁজ পাওয়ার পর সাতজনের একটি দলকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে কোয়েম্বাটোর থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আইএসের প্রতি সহানুভ‚তিশীল বলে জানায়।
ওই কর্মকর্তা বলেন, ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল হাশিমের এই অনুসারীরা।
হাশিম সাংগ্রি লা হোটেলে বোমা হামলাকারী
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ রোববারের ৯ আত্মঘাতী বোমা হামলাকারী কিংবা সন্দেহভাজনদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে কলম্বোর সমুদ্রমুখী গল রোডের পাশের সাংগ্রি লা হোটেল যে দুজন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাদের একজন হাশিম বলে নিশ্চিত করা হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাত্তিকালোয়া জেলার কাত্তানকুদি থেকে মৌলবাদী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত পরিচালনা করতেন। চরমপন্থী ধর্মীয় মতাদর্শের প্রচারকারী হিসেবে সে মুসলিম স¤প্রদায়ের অনেকের মাঝেই বিরক্তির কারণ হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুর দিকে কাত্তানকুদির স্থানীয় বাসিন্দারা দ্য হিন্দুকে বলেন, স্থানীয় এক মৌলবীর সঙ্গে ভয়াবহ মতবিরোধের পর দুই বছর আগে ওই এলাকা ছাড়েন জাহরান হাশিম। মুসলিম নেতারা বলছেন, তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি।



 

Show all comments
  • Shorab Hossain ২৮ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    Same style happen at Bangladesh, just imagine how have been done this job at Bangladesh,,, Ans very clear.
    Total Reply(0) Reply
  • Pial Hasan ২৮ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    ভারত দায়ী।
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ২৮ এপ্রিল, ২০১৯, ১:৩৯ এএম says : 0
    কদিন আগে দেখলাম ওদের সাবেক মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে নিউজ বের হয়েছিল আইএস এর ওয়েবসাইট পরিচালনা করছে তেলেঙ্গানা রাজ্য পুলিশ। এখন বুঝা যাচ্ছে এই উপমহাদেশে ভারতই হলো সন্ত্রাসী তৈয়ার কারার কারখানা!
    Total Reply(0) Reply
  • Gm F Dulal ২৮ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 0
    হে আল্লাহ্ পাক আপনি কুখ্যাত জালেম ও মোনাফেক আইএস কে এবং আইএস কে যারা অর্থ,অস্র,ট্রেনিং,কুপরামর্শ দিয়ে সারা দুনিয়ায় বোমাবাজি খুনাখুনি করাচ্ছে...সেই আমেরিকা,ইসরায়েল,ভারত ও তাদের সহজোগিদের হেদায়াত,রহমত ও সৎ পথ বর্ষণ করেন ।আর যদি এই কুচক্রী মহল,হেদায়াত প্রাপ্ত না হয় তাহলে তোমার কুদরতের হাত দিয়ে তাদের উপর গজব নাজিল করেন ।কারণ এই অভিশাপ্ত জাতিরা অন্য জাতিকে ও দেশ কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।এরা পুরো পৃথীবিতে ভয়ংকর বোমাবাজি,খুনাখুনি,গুপ্ত হত্যা,গুম ও অপহরণ ইত্যাদি ভয়ানক অপকর্ম করে ও সরবত্র ভয়,আতংক,হিংসা,হিংস্রতা,দাংগা,মিথ্যচার,গুজব,হুমকি ধামকি ও নিরাপত্তা হীনতা তৈরি করছে।
    Total Reply(0) Reply
  • Al-Amin Hosan Hridoy ২৮ এপ্রিল, ২০১৯, ১:৪১ এএম says : 0
    ভারতকে সন্ত্রাসী রাস্ট্র ঘোষণা করা হোক
    Total Reply(0) Reply
  • Faruk Hussain ২৮ এপ্রিল, ২০১৯, ১:৪১ এএম says : 0
    ভারত নিজেই সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয় আবার শ্রীলংকা কে সতর্ক কর, তার মানে কি চোরকে বলে চুরি কর আর গেরস্তকে বলে সজাগ তাক
    Total Reply(0) Reply
  • Habib Rahman ২৮ এপ্রিল, ২০১৯, ৯:৪৩ এএম says : 0
    America Israel and India produce terror world wide. every terror attacks around world CIA MUSAD and Indian RAW were involved....
    Total Reply(0) Reply
  • সাইফ ২৮ এপ্রিল, ২০১৯, ১০:১৩ এএম says : 0
    থলের বিড়াল বেরিয়ে এলবুঝি... এটাই আল্লাহ্‌র কারামত সত্য অবশ্যই বেরিয়ে আসবে, কেননা এরা আল্লাহ্‌ ও তাঁর মনোনীত দ্বীন কে কলঙ্কিত করার ছেষ্টায় লিপ্ত। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি বার্মাতে মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের যত ঘটনাই ঘটুকনা কেন, আর দায় যেই শিকার করুক এর প্রত্যেক টার পেছনে কোননা কোন ভাবে এরা জড়িত ছিল আছে এবং থাকবে। কেননা এই ধরনের প্রফেশনাল হামলা নিজ দেশের লোকের উপর যত পাষন্ডই হোকনা কেন করা এত সহজ হবেনা, কোন ইন্দন ছাড়া। আল্লাহ্‌ আমাদের দেশকে এদের হাত থেকে হিফাজত করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ