পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রী ডেকে আনলেন শিশুকে আর ধর্ষণ করলেন স্বামী। এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে সাভারের কাতলাপুর এলাকায়। শেরপুরের নকলায় ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা তৃতীয় শ্রেণির এক ছাত্রী। মুন্সীগঞ্জে এক নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া রাঙামাটিতে ঘুমের ওষুধ খাইয়ে অন্তঃসত্ত্বা ইউপি সদস্য, খাগড়াছড়িতে মাছ ধরতে নিয়ে গিয়ে স্কুলছাত্রী, টাঙ্গাইলে শিশু ও নারায়ণগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একল ঘটনায় ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকী আটকে অভিযান চলছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তারা।
সাভার (ঢাকা) : সাভারের কাতলাপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ওই শিশুটির বড় বোন ফাতেমা বাদী হয়ে ইমরান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন।
ফাতেমা বলেন, ইমরান সম্পর্কে আমাদের বেয়াই হয়। গত শুক্রবার রাতে ইমরানের স্ত্রী আমার ছোট বোনকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর আমার বোনকে ইমরান ধর্ষণ করে। সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমরানকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শেরপুর : শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ফলে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল ভোরে আসামি রানাকে গ্রেফতার করে। শিশুটি বালিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
অভিযোগে জানা যায়, বালিয়াদী এলাকার চাঁন মিয়ার পুত্র ভখাটে আতিকুর রহমান রানা একই এলাকার ওই ছাত্রীকে লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার দাদা গত শুক্রবার সন্ধ্যায় বাদী হয়ে নকলা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ধর্ষক আতিকুর রহমান রানাকে গ্রেফতার করে। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, আসামিকে জিজ্ঞাসাবাদশেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসাথে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেরার নগর কান্দি খাল পাড় থেকে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর বারোটার দিকে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নারীটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে নির্জন এই এলাকায় ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান, ময়না তদন্ত ও ধর্ষণ আলামত পরীক্ষার জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪ বছরের শিশুকে ধর্ষণের করেছে ওয়াসিম নামে মাদকাসক্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌরসভার বণিচন্দবাড়ী গ্রামে। গতকাল শনিবার এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন।পুলিশ অভিযুক্ত ধর্ষক যুবককে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে এবং শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মামলার বিররণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জামালপুর জেলা সদরের রশিদপুর শেখপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মাদকাসক্ত ওয়াসিম (২২) ধনবাড়ী পৌরসভার বণিচন্দবাড়ী গ্রামে নিজ বাড়ীতে ঘরে একা পেয়ে ঘুমন্ত ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ধনবাড়ী থানার (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, টাঙ্গাইলের সখীপুরে বিধবা নাজমা আক্তারকে পালাক্রমে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আবু শিহাবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গত শুক্রবার সকালে আবু শিহাবকে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া আবু শিহাব সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবু শিহাব উপজেলার মুচারিয়া পাথার গ্রামের বাসিন্দা। এদিকে নাজমা খুনের আরেক আসামি হাবিবুর রহমানকে ওই বিকেলে তিন দিনের রিমান্ডে এনেছে পুলিশ। রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে ঘুমের ওষুধ খাইয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীর চাচাতো ভাই ঝন্টু চাকমাকে গ্রেফতার করে গত শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই নারী ইউপি সদস্যকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। গ্রেফতার ঝন্টু চাকমার বাড়ি লংগদু উপজেলার ছোট কাট্টলি এলাকায় বলে জানা গেছে।
ওই নারী ইউপি সদস্য বলেন, আমার চাচাতো ভাই ঝন্টু চাকমা আমাকে কোকাকোলার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর ধর্ষণের চেষ্টা করে। আমি তার কাছে হাত-পা ধরে মাফ চাওয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিবস্ত্র, আমার পাশে ঝন্টু। আমি বুঝতে পারি রাতে সে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে আমি আমার পরিবারের সঙ্গে কথা বলে শুক্রবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করি।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদরাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে গত শুক্রবার রাতে মো. বাবুল মিয়া (৩১) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, বাবুল ও তার স্ত্রীর সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনী নদীতে মাছ ধরতে যায় ছাত্রীটি। বাবুলের স্ত্রী মাছ ধরতে সামনে এগিয়ে গেলে ছাত্রীটিকে মহামুণি এলাকায় নিয়ে ধর্ষণ করেন বাবুল। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে পরিবার ও এলাকাবাসীকে এ কথা জানালে এলাকার লোকজন মো. বাবুলকে আটক করে পুলিশকে খবর দেয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আদালত বাবুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী কবরস্থান এলাকায় ৬ বছরের এক শিশুকে ঘুড়ি ও খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে এক বখাটে। পুলিশ অভিযুক্ত যুবক রুহুল আমিনকে (২৬) গ্রেফতার করেছে। গত শুক্রবার ওই এলাকার সিসি ক্যামেরায় অভিযুক্ত যুবককে শনাক্ত করা হয়। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন জানান, অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার ওয়াপদার পুল এলাকার জসিম উদ্দিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।