Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিজোবাকে ছাড়াই আহমেদাবাদে আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৯:৩৮ পিএম

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার সকাল ৭টায় রওয়ানা হয়ে স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটে ভারতের আহমেদাবাদ পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ৩০ এপ্রিল আহমেদাবাদে স্বাগতিক চেন্নাইন এফসি’র বিপক্ষে মাঠে নামবে আবাহনী। তবে এ ম্যাচে দলের নির্ভরযোগ্য নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা’কে পাচ্ছে না আবাহনী। ভিসা সমস্যার কারণে দলের সঙ্গে যেতে পারেননি চিজোবা। বিপিএলে আট গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবাকে না পাওয়াটা বড় ধাক্কা বলে মনে করেন আবাহনীর কোচ মারিও লেমোস। ভারত যাত্রার আগে তিনি বলেন,‘সানডে আমাদের মূল স্ট্রাইকার। তাকে ছাড়া অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়া কঠিনই। তার অনুপস্থিতি দলের জন্য দুঃখজনক। সে নিজেও হতাশ।’

বাংলাদেশের ভারতীয় দূতাবাস চিজোবাকে ভিসা দেয়নি। তাদের নিয়ম অনুযায়ী নাইজেরিয়ার কোনো নাগরিককে ভারতের ভিসা নিতে হবে ওই দেশের রাজধানী আবুজা থেকে। এ কারণে হাইতির কেরভেন্স ফিলস বেলফোর্ট, ব্রাজিলিয়ান ওয়েলিংতন ও আফগানিস্তানর মাসিহ সাইঘানি ভিসা পেলেও চিজোবার পাসপোর্টই জমা নেয়নি ভারতীয় দূতাবাস। সেরা ফরোয়ার্ডকে এ ম্যাচে না পেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লেমোস। তার কথায়,‘এএফসি কাপে আমরা এখনো কোনো ম্যাচ হারিনি। সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে একটি করে জয় ও ড্র’তে ৪ করে পয়েন্ট পেয়েছে ভারতের চেন্নাইন এফসি ও ঢাকা আবাহনীর। তবে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে চেন্নাইন এফসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ