Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেসব সিনেমাকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো কেউ দেখে না

মুশফিকুর রহমান গুলজার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বাণিজ্যিক সিনেমায় সরকারি অনুদানের দাবী জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। গত সপ্তাহে এ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাথে সমিতির নেতৃবৃন্দের এক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহিন সুমন, মোস্তাফিজুর রহমান মানিকসহ আরও অনেকে। বৈঠকে চলচ্চিত্র পরিচালক সমিতি মন্ত্রীর কাছে চলচ্চিত্রের উন্নয়নে কিছু দাবি পেশ করে। এসব দাবির মধ্যে অন্যতম বাণিজ্যিক সিনেমাকে সরকারি অনুদান দেয়া। এ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার বলেন, সাধারণত যেসব সিনেমাকে সরকারি অনুদান দেয়া হয় সেগুলো কেউ দেখে না। কখন কোথায় সিনেমাটি মুক্তি পায়, কেউ জানে না। অনুদানপ্রাপ্ত সিনেমার নির্মাতারা নিজেরা নিজেরা সিনেমার প্রদর্শন করেন। কিন্তু যেসব সিনেমা মানুষ দেখে সেগুলো সরকারি অনুদান পায়না। আমরা তথ্যমন্ত্রীর কাছে বাণিজ্যিক সিনেমাকে সরকারি অনুদান দেয়ার অনুরোধ করেছি। তবে মানহীন বাণিজ্যিক সিনেমাকে অনুদান দিতে বলিনি। এছাড়া বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে, বিএফডিসিতে শূটিং খরচ কমানো, সারাদেশে সিনেপ্লেক্স নির্মাণ, সিনেমা হলে হল মালিকরা যেন নিজেরা মেশিন বসান সেই ব্যবস্থা ব্যবস্থা করা। এজন্য প্রযোজকদের যেন টাকা না দিতে হয়। গুলজার বলেন, মাননীয় মন্ত্রী আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দাবি যৌক্তিক। সম্প্রতি ২০টি প্রত্যন্ত জেলায় তথ্যকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। সেখানে সিনেপ্লেক্সও নির্মিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ