Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে আরেকটি ফিল্ম পেলেন ‘উইঙ্কগার্ল’ প্রিয়া প্রকাশ ভারিয়ার

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

শুধু চোখ মেরে বিশ্বখ্যাতি পাবার সম্ভবত একমাত্র নজির মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ‘ওরু আদার লাভ’ নামের একটি মালয়ালম চলচ্চিত্রে সহপাঠীকে চোখ টেপেন প্রিয়া চরিত্রের প্রয়োজনে। ফিল্মটি থেকে নেয়া ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় আর বিবিসিও তাকে নিয়ে ছোট একটি ফিচার করেছে সেখানে তাকে ‘উইঙ্ক গার্ল’ বা ‘উইঙ্ক সেনসেশন’ আখ্যা দেয়া হয়েছে। সেই উইঙ্ক বা চোখ মারার খ্যাতি অনুসরণ করে ‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে অভিষেক হয় প্রিয়ার। স¤প্রতি তিনি আরেকটি বলিউডি ফিল্মে সই করেছেন। এই মে মাসের শেষে ফিল্মটি ফ্লোরে যাবে। গুরগাঁও, দিলি­, লখনৌ এবং মুম্বাইয়ে শুটিং হবে। ‘লাভ হ্যাকার্স’ নামের ক্রাইম থ্রিলারটি পরিচালনা করবেন মাংয়াঙ্ক প্রকাশ শ্রীবাস্তবা। ‘লাভ হ্যাকার্স’ সম্পর্কে প্রিয়া জানান সাইবার দুনিয়ার অন্ধকার দিক নিয়ে ফিল্মটির কাহিনী। “আমি ফিল্মটির কেন্দ্রীয় ভূমিকায় আছি। ভুলক্রমে এক দুর্ভাগ্যজনক ফাঁদে আটকে পড়ি আমি পরে নিজের বিবেক, বুদ্ধি, সহজাত প্রবৃত্তি ব্যবহার করে আমি সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। বাস্তব ঘটনা নিয়ে ফিল্মটির কাহিনী রচিত হয়েছে,” প্রিয়া বলেন। পরিচালক মায়াঙ্ক বলেন, “অনলাইন নিরাপত্তা লঙ্ঘন আমাদের সমাজে এখন জটিল হয়ে পড়েছে। ভারতে সোশাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বিপুল, এদের অধিকাংশই জানে না সাইবার অপরাধের বিভিন্ন রূপ।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ