প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার গুগল ইন্ডিয়ার সার্চে সবচেয়ে উপরে স্থান করে নিয়েছেন। ‘ওরু আদ্দার লাভ’ চলচ্চিত্রে ‘উইঙ্ক (চোখমারা) সঙ’ ‘মানিকিয়া মালারায়া পুভি’ গানটি ভাইরাল হবার বদৌলতেই তিনি ভারতের মোস্ট সার্চড পার্সোনালিটি হয়েছেন।
এই খ্যাতির পথ ধরেই বলিউডের ডাক পেয়েছেন প্রিয়া। ‘শ্রীদেবী বাংলো’ নামে একটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে ফিল্মটির ট্রেলারও মুক্তি পেয়েছে। শ্রীদেবীর নামই নয় এই ট্রেলারে গত বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ের বাথটাবে তার রহস্যজনক মৃত্যুর অনুরূপ একটি দৃশ্য দেখান হয়েছে এতে। আর তাতে তো বসে থাকতে পারেন না শ্রীদেবীর স্বামী এবং বলিউডের প্রযোজক বনি কাপুর; বিষয়টি জানতে পেরই তিনি লিগা নোটিশ পাঠিয়ে দিয়েছেন নির্মাতাদের উদ্দেশ্য করে। ‘শ্রীদেবী বাংলো’ ফিল্মে প্রিয়া এক নিঃসঙ্গ অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন যে বাথটাবে মৃত্যুবরণ করে, কিছুটা হলেও শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে এই ঘটনার মিল রয়েছে। ‘শ্রীদেবী বাংলো’র নির্মাতারা কোনও বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তাদের ফিল্মটি নির্মিত হয়েছে এমন কথা স্বীকার বা অস্বীকার করেনি। ট্রেলার মুক্তির সময় প্রিয়া বলেছেন, “শ্রীদেবী জির সঙ্গে ফিল্মের কাহিনীর মিল আছে কী নেই তার সিদ্ধান্ত নেবে দর্শকরা।” প্রশান্ত মামবুলি পরিচালিত ‘শ্রীদেবী বাংলো’ প্রযোজনা করেছেন এমএন পিম্পল, চন্দ্রশেখর এসকে, রোমান গিলবার্ট এবং রাজন গুপ্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।