Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ২:২১ পিএম
চুয়াডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহযোগী দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত ফারুক হোসেন শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শহরের রেলবাজার এলাকার পাঁচটি দোকানে চুরি করার সময় কয়েকজন যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এসময় অন্যরা পালিয়ে গেলেও গণপিটুনির শিকার হয় ফারুক। গণপিটুনির একপর্যায়ে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় পুলিশ। এসময় দায়িত্বরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। 
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসাপাতালে নিয়েছে। তার স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত আরো দুইজনকে আটক করা হয়েছে। 

 

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণপিটুনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ