Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনের উদাসীনতায় আমাদের ওপর নির্যাতন হচ্ছে

মানববন্ধনে হিন্দু মহাজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতার কারণেই দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোটের এক মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
সারা দেশে ধর্ষণ, হত্যা, হত্যার চেষ্টা, বাড়িঘর, মঠ-মন্দির-প্রতিমা ভাঙচুর, জমি দখল, গাছে বেঁধে নির্যাতন, দেশত্যাগে বাধ্য করা ও হুমকির প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে শাস্তির দাবিতে এ মানববন্ধন হয়। হিন্দু মহাজোট ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহসভাপতি বরুন সেন, সাধারণ সম্পাদক গোপাল পাল, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি ডা. এম কে রায়, প্রদীপ পাল, মিঠুরঞ্জন দেব, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সুব্রত দাস, আন্তর্জাতিক সম্পাদক রিপন দে, মহিলা মহাজোটের সভাপতি প্রীতিলতা বিশ্বাস, নির্বাহী সভাপতি দেবী হালদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাকি বাছাড়, সাংগঠনিক সম্পাদক পূর্ণিমা শীল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট রণি ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, যুব মহাজোটের সভাপতি কিশোর বর্মণ, নির্বাহী সভাপতি প্রদীপ শঙ্কর, সিনিয়র সহসভাপতি অপূর্ব কুমার পাল, প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মাহাতো, সাংগঠনিক সম্পাদক প্রদীপ সরদার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি নিউটন পন্ডিত, সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, সাধারণ সম্পাদক হরে কৃষ্ণ বারুরী প্রমুখ।
নেতারা বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের হাহাকার আর আর্তচিৎকারে বাংলার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। অরাজকতা এমন পর্যায়ে পৌছেছে যে, দেশে একটা মৎস্যন্যায় অবস্থা বিরাজ করছে। দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা হিন্দু সম্প্রদায়কে দেশত্যাগে বাধ্য করছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র বাস করছে। পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। মামলা নিলেও আসামি গ্রেফতার হচ্ছে না। স্বাধীন দেশের এই বেহাল অবস্থায় হিন্দু সম্প্রদায় আজ চরম হতাশায়। নীরবে অশ্রু বিসর্জন করে হিন্দু সম্প্রদায় দলে দলে দেশ্যত্যাগ করছে। সেতু মন্ডল ধর্ষণকারীদের ফাঁসিসহ অবিলম্বে সকল ঘটনার আসামিদের গ্রেফতার ও শাস্তি বিধানের দাবি করছে। অন্যথায় তারা সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাজোট

৩০ ডিসেম্বর, ২০১৮
২০ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ