Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্লিপার সেলে সক্রিয় জঙ্গিরা : রনিল

শ্রীলঙ্কায় সব ক্যাথলিক চার্চ বন্ধ, আবারো হামলার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশে আরও হামলার আশঙ্কা রয়েছে। বেশকিছু ‘স্লিপার সেল’ সক্রিয়, যারা যে কোনো মুহূর্তে আবার ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে। শুক্রবার একটি বিদেশি চ্যানেলকে এসব কথা জানান রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, নিরাপত্তা ও পুলিশ বাহিনীকে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। ইন্টারপোলসহ তাদের পাশে আছে স্কটল্যান্ড ইয়ার্ড, এফবিআই, ডেনমার্ক, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের পুলিশ। হামলার ঘটনার তদন্ত সংক্রান্ত কোনো তথ্য যাতে বাইরে বেরিয়ে না যায়, সেজন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের উদ্বেগ, গির্জায় আবারও এক-দু’জন ঢুকে বড় হামলা ঘটাতে পারে। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সব ক্যাথলিক চার্চ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে শ্রীলঙ্কায়। একই সঙ্গে প্রার্থনা সভাও স্থগিত করা হয়েছে। একজন সিনিয়র যাজককে উদ্ধৃত করে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তিনি বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীদের পরামর্শে আমরা সব চার্চই বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চার্চে কোনো গণ জমায়েত হবে না। আবারও সন্ত্রাসী হামলা হতে পারে এমন তথ্য পেয়ে সতর্ক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। গোয়েন্দাদের কাছে হামলার তথ্য রয়েছে এমন দাবি করে সরকার জানায়, মসজিদ কিংবা গির্জায় না গিয়ে বাড়িতেই যেন নামাজ বা প্রার্থনা করা হয়। সেন্ট অ্যান্থনির গির্জার চারপাশে রয়েছে সশস্ত্র পুলিশ। বন্ধ রাখা হয়েছে নিকটবর্তী সব দোকান। গোয়েন্দাদের দাবি, সম্ভাব্য গাড়িবোমা হামলার তথ্য রয়েছে তাদের কাছে। বিক্রমাসিংহে জানান, বিস্ফোরণের চক্রান্তে উচ্চবিত্ত পরিবারের বিদেশে পড়াশোনা করা উচ্চশিক্ষিত ছেলেমেয়েদের নাম জড়াচ্ছে, যা চমকে দেয়ার মতো খবর। হামলার আগে এদের অনেকের ওপরেই নজর ছিল। কিন্তু তাদের হেফাজতে নেয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পুলিশের হাতে ছিল না বলে তার দাবি। হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের তালিকায় রয়েছে চার নারী। সবেচেয়ে বেশি সন্দেহভাজন ধরা হয়েছে কলম্বো থেকে। এদের অধিকাংশই আত্মঘাতী হামলাকারীদের পরিচিত বলে পুলিশের দাবি। এবিপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ