Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালা মিয়ার পা কেটে নেয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৩:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কালা মিয়া নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার সানারপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় মনির হোসেন মেম্বার ও দেলওয়ার হোসেনকে (ধন মিয়া) গ্রেফতার করা হয়।

সকালে এক প্রেসবিজ্ঞতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, নায়ায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটকদের বাঞ্ছারামপুরে নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

এ ঘটনায় কালা মিয়ার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আবুল বাশারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ