মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণে ঘটনায় ৯ আত্মঘাতী হামলাকারী জড়িত ছিল বলে নিশ্চিত হয়েছে দেশটির তদন্তকারীরা। বুধবার লঙ্কান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নয় আত্মঘাতীর মধ্যে আটজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, নয় আত্মঘাতী বোমারুর মধ্যে এক নারীও ছিল। তিনি জানান, ভয়াবহ ওই সিরিজ হামলার ঘটনায় ইতোমধ্যেই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, আইএসের মুখপত্র ‘আমাক নিউজ এজেন্সি’ থেকে প্রকাশিত এক ভিডিওতে সংগঠনের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির প্রতি ৮ ব্যক্তিকে আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। তাদেরকে ন্যাশনাল তাওহিদ জামাতের সদস্য উল্লেখ করে ওই গোষ্ঠী দাবি করেছে, শ্রীলঙ্কার চার্চ ও হোটেলের আত্মঘাতী হামলায় জড়িত ছিল তারা। উল্লেখ্য, সরাসরি দায়ী না করলেও শ্রীলঙ্কা তাওহিদ জামাতকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করেছিল। ভিডিওর পাশাপাশি প্রকাশিত স্থিরচিত্রে থাকা একজনকে তাদের শীর্ষ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এর আগে একই মাধ্যম ব্যবহার করে হামলার দায় স্বীকার করে আইএস। পশ্চিমা বিশ্ব যখন তাদের খেলাফতের অবসান ঘোষণা করেছে, ঠিক তার কিছুদিনের মাথায় এভাবে সরব হতে দেখা গেল তাদের। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। মঙ্গলবার কোনও প্রমাণ ছাড়াই ‹আমাক›-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এর কিছু সময়ের মাথায় শ্রীলঙ্কার হামলাকারী পরিচয় দিয়ে তাদের নেতা বাগদাদির কাছে ৮ ব্যক্তির আনুগত্যের শপথ নেওয়ার ভিডিও প্রকাশ করে তারা। বাগদাদি বিগত ৫ বছর জনসম্মুখে আসেনি। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরির বরাত দিয়ে দাবি করে, আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদি এখনও বেঁচে আছে। এবার আইএসের দাবিকৃত শ্রীলঙ্কার হামলাকারীদের সঙ্গে এক রেকর্ডকৃত ভিডিওতে দেখা গেল তাকে। আল-জাজিরা, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।