Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে জুট মিলের মুজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৮:০০ পিএম

পঞ্চগড়ে কর্মকর্তাদের অশোভন আচরণ, কর্মী ছাটাই বন্ধসহ মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে জেম জুট লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধসহ টানা কর্মবিরতির ঘোষণা দেন। মঙ্গলবার সকাল থেকে বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের জেম জুট লিমিটেড এর মুল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। দুপুরের পর মিলের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেন। তবে বিকেল পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
শ্রমিক ও স্থানীয়রা জানায়, স্থানীয় পাটকল ‘জেমজুট লিমিটেড’ এ নারী ও পুরুষ মিলে প্রায় দুই্ হাজার শ্রমিক কাজ করেন। সিফট অনুযায়ী শ্রমিকরা ১২০ থেকে ১৬০ টাকা মুজুরীর বিনিময়ে নিয়োমিত দৈনিক ৮ ঘন্টা করে কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানায় ঢুকতে দুই মিনিট দেরী হলেই অকথ্য ভাষায় গালগালিসহ শ্রমিকদের মুজুরি কর্তন করা হয়। নারী শ্রমিকদের টয়লেটে যেতে সময় বেধে দেওয়া হয় ৩ মিনিট। খাবার খেতে ২/১ মিনিট দেরি হলেও মজুরি কর্তন করা হয়। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) জাকির আহাম্মেদ এবং প্রডাকশন ম্যানেজার (পিএম) সাইফুল ইসলাম যোগদানের পর থেকেই এই দুই কর্মকর্তা সামান্য কারণে অকথ্য ভাষায় তাদের গালাগালি করেন।
কারখানার মেশিন অপারেটর আইভি আক্তার বলেন, ‘১৬ বছর ধরে জেমজুটে কাজ করছি। এখন ৮ ঘন্টা কাজ করে মুজুরী পাই ১৬০ টাকা। কাজের সময় আমাদের টয়লেটে যেতে দেওয়া হয় না। অনুমতি দিলে ৩ মিনিট সময় দেওয়া হয়। মিলের জিএম এবং পিএম আমাদের সাথে খারাপ আচরণ করেন। এদের জন্য অনেকে মিল থেকে বের হয়ে গেছেন।
আরেক শ্রমিক ফিরোজা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে কাজ করছি। যা মুজুরী পাই, তা দিয়ে কিছুই হয় না। পহেলা বৈশাখের দিন মিলের ভিতরে গানের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু আমাদের তারা কারখানা থেকে বের হতে দেননি। বলেছেন, ‘এই অনুষ্ঠান শ্রমিকদের জন্য নয়, তোমরা কাজ কর। এই গানের অনুষ্ঠান অফিসার এবং বাইরে থেকে আসা অতিথিদের জন্য।
এ ব্যপারে কারখানায় অবস্থানরত জিএম জাকির আহাম্মেদ সাংবাদিকদের সাথে দেখা করেননি। তবে
জেম জুট লিমিটেডের ম্যানেজার (এইচআর) আবুল বাশার মোবাইল ফোনে বলেন, আমি স্টেশনের বাইরে আছি। শুনেছি শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে। আমি রওয়ানা দিয়েছে, গিয়ে বিষয়টি নিয়ে বসবো এবং পরে আপনাদের বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ