Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সেরা কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৯:৩৩ পিএম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল। গতকাল মঙ্গলবার জাতীয় চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে তারা বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারায়। ২৫৩ রানের পাশাপাশি ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সাব্বির আলম। আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ জন ক্ষুদে ক্রিকেটার। মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৯৫৮টি। ক্রিকেটারদের অংশগ্রহণ ও ম্যাচের সংখ্যায় এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ