Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রাইস্টচার্চের প্রতিশোধ : মন্ত্রী রাওয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে বিপুল ক্ষমতা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা। মৌলবাদী মুসলিম সংগঠন কর্তৃক সহিংসতার ব্যাপারে গোয়েন্দাদের আগাম সতর্কবার্তা সত্তে¡ও প্রশাসন সা¤প্রতিক বোমা হামলা ঠেকাতে না পারার দায়ে সেনাবাহিনীকে ওই ক্ষমতা দেওয়া হয়। টাইমের এক প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার থেকেই সেনাবাহিনী ওই বিপুল ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এর আওতায় সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারবে এ বাহিনী। দেশটিতে গৃহযুদ্ধ চলার সময়ে সেনাবাহিনীর এ ক্ষমতা ছিল। পরে ২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হলে ওই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়। খবরে বলা হয়, নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে পর্ব পালনের দিন রোববার হামলা চালানো হয়েছিল। মঙ্গলবার দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী রাওয়ান উইজিওয়ার্দেনে এ কথা বলেছেন। তিনি পার্লামেন্টে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্রীলঙ্কায় যা হয়েছে সেটি ছিল ক্রাইস্টচার্চে মুসলমানদের ওপর হামলার প্রতিশোধ স্বরূপ।’ গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদীর হামলায় ৫০ জন নিহত হয়। রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি গির্জা ও তিনটি পাঁচ তারা হোটেল, নেগম্বো শহরের একটি গির্জায় এবং বাত্তিকোলার একটি গির্জায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এগুলো সবই ছিল আত্মঘাতী হামলা। এর পাঁচ ঘণ্টা পর কলম্বোর দক্ষিণাংশের দেহিওয়ালায় জাতীয় চিড়িয়াখানার কাছে ছোট একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। একই দিন বিকেলে পুলিশের অভিযান চলাকালে কলম্বোর দেমাটাগোদা এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় সব মিলিয়ে নিহতের সংখ্যা ৩২১ জনের দাঁড়িয়েছে। সোমবার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারতেœ জানিয়েছেন, হামলার পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে। তিনি বলেছেন, ‘দেশের ভেতরে থাকা কিছু লোক এসব হামলা করেছে এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা ছাড়া এ হামলা সফল হতো না।’ অপর এক খবরে বলা হয়, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার ও সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে আরো কয়েকজন হাসপাতালে মারা গেছেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ