পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ৮ম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, এনটিভি অনলাইনের হেড খোন্দকার ফখরুদ্দীন আহমেদ। বিশাল এই আয়োজনে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বাংলা) ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় (ইংরেজি), কলেজ পর্যায়ে ঢাকা কলেজ (বাংলা) ও স্কুল-কলেজ (ইংরেজি) নটরডেম কলেজ, স্কুল পর্যায়ে মতিঝিল আইডিয়াল স্কুল (বাংলা)। ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (ইংরেজি), কলেজ পর্বে আদমজী ক্যান্টনমেন্ট (বাংলা), স্কলাস্টিকা উত্তরা (ইংরেজি), স্কুল পর্বে সেন্ট গ্রেগরী স্কুল (বাংলা) রানার্স আপ হবার গৌরব অর্জন করেন। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।